ঢাকা ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হাতিয়ায় বিএনপি নেতার উদ্যোগ, ৫০ টাকার টিকিটে লাখ টাকার পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:২৯:০৬ পূর্বাহ্ন
হাতিয়ায় বিএনপি নেতার উদ্যোগ, ৫০ টাকার টিকিটে লাখ টাকার পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত উৎসুক জনতা।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার আরাফাত রহমান কোকো ক্রীড়া ফাউন্ডেশনের লটারীতে ৫০ টাকার টিকিটে লাখ টাকার পুরস্কার পেয়েছেন ৩৬ ভাগ্যবান।

৩০ জুন (সোমবার) বিকেলে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে বিএনপি নেতা এমকে বেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ লটারীর ড্র অনুষ্ঠিত হয়।

এতে প্রথম পুরস্কার ১২৫সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ৭০ হাজার টাকা দামের গরু এবং তৃতীয় পুরস্কার চারটি সোনার চেইনসহ মোট ৩৬জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়।


বিএনপি নেতা এমকে বেলাল উদ্দিন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী।

বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর  উপজেলা  মৎসজীবী দলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনসহ নেতৃবৃন্দ।



এ উপলক্ষে কাবাড়ি,  হাড়ুড়ুসহ নানা গ্রাম্য খেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

স্থানীয় অধিবাসীরা জানান, বিএনপি নেতা এমকে বেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে দলের জন্য শ্রম-ঘাম দিয়ে আসছেন। তার নেতৃত্বে পুরো চানন্দী ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। তিনি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে নিজের টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ